ক্রীড়া প্রতিবেদক:
মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলন বা ম্যাচ না থাকায় দলের খেলোয়াড়রা সিলেটে বেশ ফুরফুরে মেজাজে আছেন। কেউ হোটেলরুমে বিশ্রামে কেউবা বাইরে ঘুরে বেড়াচ্ছেন। তবে সাকিব আল হাসানের যেন নেই কোনো বিরাম। সিলেট থেকে সকালেই ছুটে এসেছেন ঢাকায়। বিমান বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন টাইগার ক্রিকেটের এই পোস্টারবয়।
সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন সাকিব। সে সময় ছোটবেলার প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘শৈশবে পাইলট হতে চেতাম, ডাক্তারও হতে চেয়েছি। ইঞ্জিনিয়ারও হতে চেয়েছি, আল্টিমেটলি ক্রিকেটে শেষ হয়েছে। আমি মনে করি এখন বিমানের সঙ্গে আছি, আমি আমার সর্বোচ্চ প্রচার বা প্রসারের চেষ্টা করব।’
এরপর তার কাছে জানতে চাওয়া হয় এতকিছু কি করে পারেন। সাকিবের অকপট জবাব, ‘যে পারে সে সবই পারে।’
মাঠে দারুণ ছন্দে আছেন সাকিব। তার নেতৃত্বে প্রথমবারের মতো ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৯৩ রানের অনবদ্য এক ইনিংস উপহার দিয়েছেন সাকিব। যদিও মাঠের বাইরে নানা বিতর্ক পিছু ছাড়ছে না তার।
এদিকে আগামী বৃহস্পতিবার সিরিজের শেষ ওয়ানডেতে লড়বে বাংলাদেশ দল। ইতোমধ্যে আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা। তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার