Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আক্ষেপ ও দুশ্চিন্তা নিয়ে হকি দল যাচ্ছে জাকার্তা

admin

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫ | ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ | ১২:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
আক্ষেপ ও দুশ্চিন্তা নিয়ে হকি দল যাচ্ছে জাকার্তা

স্পোর্টস ডেস্ক:
হকিতে একসময় ওমানকে বলে-কয়ে হারাত বাংলাদেশ। সেই ওমান অনেক এগিয়েছে। এশিয়ান হকি প্রতিযোগিতায় তারা এখন বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ। বিশ্ব র‌্যাংকিংয়ে ওমান ২৮, বাংলাদেশ ২৯ নম্বরে। এশিয়ায় ওমানের অবস্থান সাতে আর বাংলাদেশ নয়ে। আসন্ন এএইচএফ কাপেও লাল-সবুজদের প্রধান প্রতিপক্ষ ওমান মানছেন বাংলাদেশকে। এই প্রথম নেতৃত্ব দিতে যাওয়া পুষ্কর খীসা মিমো, ‘এশিয়ান হকিতে ওমান এখন আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। যে কোনো টুর্নামেন্টে তাদের বিপক্ষেই আমাদের শেষ লড়াইটা হয়। ২০২২ এএইচএফ কাপের ফাইনালে ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। পরে শুটআউটে আমাদের জিততে হয়েছে ৫-৩ গোলে।’

এবার ওমান এ-গ্রুপে এবং বাংলাদেশ বি-গ্রুপে। মিমো বলেন, ‘এবার মনে হয় আমাদের দেখা হবে ফাইনালে। কারণ, দুই দল দুই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে। আমাদের দেখা হবে ফাইনালে।’

শিরোপা অক্ষুণ্ন থাকবে তো? মিমোর উত্তর, ‘এখনি বলতে পারছি না। ওমান অনেক এগিয়েছে। র‌্যাংকিংয়ে তার ছাপ সুস্পষ্ট।’

ওমানের বিপক্ষে পরিকল্পনা কী? ১৬ বছর জাতীয় দলে খেলা নতুন অধিনায়ক বলেন, ‘অবশ্যই আমাদের পরিকল্পনা রয়েছে ওমানের বিপক্ষে। আমাদের কোচ মামুন উর রশিদ ওমানের বিপক্ষে ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছেন। কীভাবে তাদের হারানো যায়।’

এবার দলে নেই অভিজ্ঞ রাসেল মাহমুদ ও সারোয়ার হোসেন। তাদের অভাব অনুভব করবেন মিমো, ‘অবশ্যই তাদের মিস করব। তবে তাদের বদলে যারা এসেছে, তারা ১৯/২০। খুব একটা খারাপ হবে না।

বাংলাদেশের গ্রুপে ইন্দোনেশিয়াকে নিয়েও ভাবনায় পুষ্কর খীসা, ‘আমাদের গ্রুপে থাকা ইন্দোনেশিয়াকে নিয়ে কিছুটা চিন্তায় রয়েছি। আমাদের সাবেক কোচ মালয়েশিয়ান গোবিনাথান কৃষ্ণমূর্তির কারণেই যত চিন্তা। তিনি এবার স্বাগতিক ইন্দোনেশিয়ার প্রধান কোচ। গোবিনাথান আমাদের ডিফেন্স, অ্যাটাকিং এবং পেনালটি কর্নার (পিসি) সম্পর্কে জানেন।’

প্রস্তুতি ম্যাচ খেলতে না পারার আক্ষেপ নিয়ে ১৪ এপ্রিল জাকার্তা যাচ্ছে জাতীয় হকি দল। মিমো বলেন, ‘এই একটি আক্ষেপ আমাদের রয়ে গেছে। ফেডারেশনের তেমন অর্থ নেই। সেখানে যাওয়ার পর একটি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। দেখি কী হয়।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন