স্টাফ রিপোর্টার:
প্রতি বছর রমজান এলে ঘরে ঘরে মা চাচিরা মজুতদার বনে যান বলে মন্তব্য করেছন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘চার কোটি পরিবারের মধ্যে এক কোটি পরিবারে এ ধরনের ঘটনা ঘটলে বাজারে পণ্যের ঘাটতি তৈরি হয়। জিনিসপেত্র দাম বেড়ে যায়।’ তবে আগের তুলনায় মা–চাচিদের মজুতদারি প্রবণতা কমে এসেছে বলে মনে করেন মন্ত্রী।
জাতীয় অর্থৈনিতক পরিষদের নির্বাহী কমিটির (একেনক) বৈঠক শেষে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন মন্ত্রী।
এর আগে মঙ্গলবার দুপুরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একেনক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
একেনক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘আগাম কেনার প্রবণতার কারণে কোনো কোনো পণ্যের দাম হঠাৎ বেড়ে যায়। তবে সরকার এরকম পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকে। বাজারে সরবরাহ বাড়াতে আমদানি উম্মুক্ত করে দেওয়া হয়।’
এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার