
সুনামগঞ্জ সংবাদদাতা:
বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) টহল দলের ওপর হামলায় জড়িত ১৬ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক।
শনিবার বিকালে সিলেট সেক্টরের ২৮ বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, ১৭ মার্চ ব্যাটালিয়নের সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে সংঘবদ্ধ চক্র খনিজ বালি চুরি করতে থাকে। নারায়ণতলা বিওপির বিজিবি টহল দল ৪০ লাখ ১৪ হাজার টাকা মূল্যের চুরি করা খনিজ বালিবোঝাই মাহিন্দ্রা ট্রাক্টর জব্দ করলে বালি চুরিতে জড়িত দুর্বৃত্তরা ট্রাক্টর ছিনিয়ে নিতে বিজিবি টহল দলে ওপর হামলা করে।
হামলায় বিজিবির এক সদস্য গুরুতর আহত হন। ১৮ মার্চ বিজিবির ওপর হামলায় জড়িত সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সীমান্ত গ্রাম উত্তর ডলুরার শিপনকে প্রধান আসামি, ২৫ জনকে অভিযুক্ত করে সুনামগঞ্জ থানায় বিজিবির পক্ষে মামলা করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার