Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা পুলিশের জালে

admin

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫ | ০৫:২৩ অপরাহ্ণ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ | ০৫:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা পুলিশের জালে

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার মামলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হল- শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব আলী। আব্দুল আহাদ ওলিপুর গ্রামের মৃত তালিব আলীর পুত্র ও আব্দুল আহাদ উলুহর গ্রামের মৃত দারোগা আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করে থানার (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, তৈয়ব আলী ও আব্দুল আহাদ বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলায় অভিযুক্ত। ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি তারা। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন