Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট মহাসড়কে শ্যামলীর ধাক্কায় প্রাণ গেল একজনের

admin

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫ | ০৬:২৫ অপরাহ্ণ | আপডেট: ২২ এপ্রিল ২০২৫ | ০৬:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
ঢাকা-সিলেট মহাসড়কে শ্যামলীর ধাক্কায় প্রাণ গেল একজনের

হবিগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শ্যামলী পরিবহনের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিহত পথচারীর পরিচয় শনাক্ত করা যায় নি। তার বয়স ৫০ হবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের স্কয়ার কোম্পানির কাছে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, শ্যামলী পরিবহন নামে একটি বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় বাসটি। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। একই সাথে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর মরদেহ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন