Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক এমপিকে নিয়ে ক টূক্তি, বিএনপি নেতাকে শোকজ

admin

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ | ১১:০৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ | ১১:০৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
সাবেক এমপিকে নিয়ে ক টূক্তি, বিএনপি নেতাকে শোকজ

বড়লেখা সংবাদদাতা:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলালকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। মঙ্গলবার (২২ এপ্রিল) তাকে এ নোটিশ পাঠানো হয়। নোটিশে আগামি সাত কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এই নোটিশের অনুলিপি প্রেরণ করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত ডা: এজেডএম জাহিদ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ জি কে গউস ও সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীকে ।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন যৌথ স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে,‘আপনার উপস্থিতিতে বিগত ১৫ এপ্রিল একাটুনা ইউনিয়নের এক সভায় মৌলভীবাজার- রাজনগর – ৩ আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে নুরুল ইসলাম নানু মিয়া, সাবেক সিনিয়র সহ সভাপতি, ৬ নং একাটুনা ইউনিয়ন বিএনপি কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। আপনি দলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকা সত্বেও সভায় উপস্থিত থেকে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আপনার উপস্থিতিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য এম নাসের রহমানকে নিয়ে কটুক্তি করার জন্য আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না-এব্যাপারে আপনার বক্তব্য আগামী সাত দিনের মধ্যে জানানোর জন্য বলা হল।’

এর আগে গত ২১ এপ্রিল একাটুনা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম নানু মিয়াকে তার এ ঔদ্ধত্য পূর্ণ বক্তব্য প্রদানের জন্য বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবী থেকে বহিষ্কার করে জেলা বিএনপি।

উল্লেখ্য, নুরুল ইসলাম নানু তার কুরুচিপূর্ণ বক্তব্যর জন্য ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে এম নাসের রহমানসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চান। কিন্তু দলীয় নেতা-কর্মীরা তার এ ঔদ্ধত্য পূর্ণ আচরণের নেপথ্যের কুশলীবদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে চরম ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানান।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন