Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কিয়েভে রুশ বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত ৯

admin

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ | ১২:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ | ১২:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
কিয়েভে রুশ বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত ৯

ডিজিটাল ডেস্ক:
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত নয়জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৬৩ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো বলেছেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শহরের বিভিন্ন জায়গায় আগুন ধরেছে। আশঙ্কা করা হচ্ছে, একটি বিধ্বস্ত আবাসিক ভবনের ধ্বংসাবশেষে অনেকে আটকা পড়েছেন।

এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। সেখানে অন্তত দুইজন আহত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি আলোচনা ক্ষতি করছেন- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগের কয়েক ঘণ্টার পরেই কিয়েভে অতর্কিত এই হামলা চালিয়েছে রাশিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোষ্টে ক্লিতস্কো লিখেছেন, রাতভর রাশিয়ান বাহিনীর হামলায় আহতদের মধ্যে ছয় শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারীও আছেন। তিনি আরও বলেছেন, ছয়টি স্থানে আগুন ধরেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, কিয়েভে ক্ষেপণাস্ত্র আঘাত হানছে এবং বিশাল আগুনের কুণ্ডলী। তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন