Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৩ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তাহিরপুরের ইউপি চেয়ারম্যান আজাদ ঢাকায় গ্রেফতার

admin

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ | ০৩:৫৯ অপরাহ্ণ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ | ০৩:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
তাহিরপুরের ইউপি চেয়ারম্যান আজাদ ঢাকায় গ্রেফতার

তাহিরপুর সংবাদদাতা:
তাহিরপুর উপজেলার এক ইউপি চেয়ারম্যান রাজধানী ঢাকায় গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানের নাম মো. আজাদ হোসাইন (৫২)।

তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারমন এবং বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

জানা যায়, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১১ সদস্য সহ তাকে গ্রেফতার করে ডিএমপি’র গোয়েন্দা বিভাগ (ডিবি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আজাদ সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন