Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে কাতার

admin

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ | ০৭:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ | ০৭:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে কাতার

স্টাফ রিপোর্টার:
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। আর্থনা সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বি-পাক্ষিক এক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি।

বাংলাদেশ-কাতারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় তাদের। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহায়তা কামনা করেন ড. ইউনূস। এতে সাড়া দিয়ে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি।

ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের নীরবতাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় ফিলিস্তিন নিয়ে বাংলাদেশের অবস্থানের জন্য ধন্যবাদ জানান কাতারের প্রধানমন্ত্রী। সেইসঙ্গে বাংলাদেশ সংস্কার ও পুনর্গঠনে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন