Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটসহ সারাদেশে পুলিশের বিশেষ অভিযান শুরু : গ্রেফতার ১ হাজার

admin

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫ | ০৩:১৩ অপরাহ্ণ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ | ০৩:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটসহ সারাদেশে পুলিশের বিশেষ অভিযান শুরু : গ্রেফতার ১ হাজার

স্টাফ রিপোর্টার:
সিলেটসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৭২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৭০ জন। শুক্রবার (২৫ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৭২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার ৫৭০ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৪২ জনকে।

অভিযানিক কার্যক্রমে একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুইটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা ও একটি সুলফি।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন