Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

একযোগে ১১ পুলিশ পরিদর্শকে বদলি

admin

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫ | ১১:১৮ পূর্বাহ্ণ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ | ১১:১৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
একযোগে ১১ পুলিশ পরিদর্শকে বদলি

স্টাফ রিপোর্টার:
বরিশাল জেলায় ১১ পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন স্বাক্ষরিত আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তারা হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ওসি ও ওসি তদন্ত, হিজলা, বাবুগঞ্জ, মুলাদী, মেহেন্দিগঞ্জ, জেলা ডিবি, বিভাগীয় পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা, জেলা সার্কেল অফিস ও সদর কোর্টে মোট ১১ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলি ও পদায়নকৃত পুলিশ পরিদর্শকদের আগামী ৪ মে’র মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। একসঙ্গে জেলা পুলিশের ১১ পরিদর্শক বদলিতে আলোচনার সৃষ্টি হলেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়মমাফিক বদলি হিসেবেই দেখছেন।

বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন বলেন, পুলিশের বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। ১১ জন পরিদর্শক বদলিও তারই একটি অংশ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন