Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৫ই মে ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে র‌্যাবের জালে ২ যুবক

admin

প্রকাশ: ০৪ মে ২০২৫ | ০৬:৪৪ অপরাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৫ | ০৬:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে র‌্যাবের জালে ২ যুবক

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে র‌্যাব-৯ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- গোয়াইনঘাট থানার বগাইয়া (মুসলিমপাড়া) গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ আলী (২৭) এবং আব্দুল কুদ্দুসের ছেলে কামাল হোসেন (৩৬)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল গতকাল শনিবার (০৩ মে) রাতে গোয়াইনঘাট থানার ১৩নং বিছানাকান্দি ইউনিয়নের উপরগ্রাম হাদারপাড় বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ১শ ৯০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে ২টি মটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন