Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ২০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির ঘোষণার পর ভারতের ৩২টি বিমানবন্দর পুনরায় চালু

admin

প্রকাশ: ১২ মে ২০২৫ | ০৬:৩৫ অপরাহ্ণ | আপডেট: ১২ মে ২০২৫ | ০৬:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
যুদ্ধবিরতির ঘোষণার পর ভারতের ৩২টি বিমানবন্দর পুনরায় চালু

আর্ন্তজাতিক ডেস্ক:
কয়েকদিন ধরে চলা সামরিক সংঘর্ষ শেষে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণার পর সোমবার (১২ মে) ভারত ৩২টি বিমানবন্দর পুনরায় খুলে দিয়েছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগর থেকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভূজ পর্যন্ত ৩২টি বিমানবন্দর বেসামরিক ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিন ধরে যুদ্ধ শুরু হওয়ার পর গত সপ্তাহে বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। ভারতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, তারা ‘পূর্বে বন্ধ থাকা রুটগুলোতে ধীরে ধীরে কার্যক্রম শুরু করবে’।

গত শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। কিন্তু উভয় পক্ষই তাৎক্ষণিকভাবে একে অপরের বিরুদ্ধে তা ভঙ্গের অভিযোগ এনেছে। তবে ভারত ও পাকিস্তান উভয়ই জানিয়েছে, সোমবার সীমান্ত এলাকা শান্ত আছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন