Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১৫ই মে ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে নিজের প্রাণ নিলেন গৃহবধূ

admin

প্রকাশ: ১৪ মে ২০২৫ | ০৩:২৯ অপরাহ্ণ | আপডেট: ১৪ মে ২০২৫ | ০৩:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
নবীগঞ্জে নিজের প্রাণ নিলেন গৃহবধূ

নবীগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কোনা বনগাঁও গ্রামে জয়গুন বিবি (৫০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে বিষপান করলে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জয়গুন বিবি ওই গ্রামের ইউসুফ মিয়ার স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের কোনা,বনগাওঁ গ্রামের ইউসুফ মিয়ার স্ত্রী জয়গুন বিবি মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে বিষপান করে। তখন বাড়ির লোকজন তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ সুরতহাল রিপোর্টের পর পোষ্টমর্টেমের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। তিনি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন