Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের কানাইঘাট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে আটক

admin

প্রকাশ: ১৪ মে ২০২৫ | ০৩:৫২ অপরাহ্ণ | আপডেট: ১৪ মে ২০২৫ | ০৩:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের কানাইঘাট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে আটক

কানাইঘাট সংবাদদাতা:
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল ৮টার দিকে কানাইঘাটের আটগ্রাম সীমান্তে তাদেরকে আটক করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। আটক সবাই বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্ত শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন