
প্রেস বিজ্ঞপ্তি :
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেছেন, পুলিশ টোকেন বলতে কোনো শব্দ নেই। এ ধরনের অনৈতিক কাজের সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে তথ্য দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।
তিনি বলেন, রেজিস্ট্রেশনবিহীন অবৈধ অটোরিকশা সড়ক দুর্ঘটনার মূল কারণ। তাই মহাসড়কে অবৈধ গাড়ি চলাচল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক কোনো ধরনের থ্রি হুইলার মহাসড়কে চলার অনুমোদন নেই। যে কারণে রেজিস্ট্রেশনপ্রাপ্ত কিংবা রেজিস্ট্রেশনবিহীন সব ধরনের সিএনজি অটোরিকশাই মহাসড়কে চলতে পারবে না।
বুধবার সকালে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির উদ্যোগে আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি- শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রেজাউল করিম এসব কথা বলেন।
মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান জোয়াহিরের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিক সমিতির সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।
এ সময় বক্তব্য রাখেন- সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. সুহেল আহমদ, সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ সভাপতি মো. শামসুউদ্দিন বাবুধন, মোক্তার আহমদ, আব্দুল মন্নান, শাহ নূরুর রহমান, মো. রিয়াদ আহমদ, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মো. ইফতেখার হোসেন সুহেল, সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমদ, জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল ও মো. সিরাজ উদ্দিন রেজা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুমান আহমদ ও মো. আব্দুল মুকিত মুকুল, সিলেট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিত, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য, মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. আজিজুর রহমান, নিয়াজ উদ্দিন, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জুলহাস হুসেন বাদল ও সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়া প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার