
স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ জেলার ৬টি থানার ওসি বদলী হওয়ার ১৩ দিন পর ৫ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। জনবান্ধন পুলিশি সেবা গড়ে তোলার লক্ষ্যে এসব ওসিদের পদায়ন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার বিকেলে জেলা পুলিশ সুপার মো. কাজী আখতার উল আলম জানান, বদলী বা পদায়ন একটি নিয়মিত প্রক্রিয়া। নিয়মিত কাজের অংশ হিসাবে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি জনবান্ধন পুলিশি সেবা গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করবেন।
নতুন পদায়ন পাওয়া ওসিরা হলেন- ভালুকা মডেল থানার পরিদর্শক মিজানুর রহমানকে (অপারেশন) কোতোয়ালি মডেল থানায়, মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) রিপন চন্দ্র গোপকে মুক্তাগাছা থানায়, ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ন কবীরকে ভালুকা মডেল থানায়, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. হাফিজুল ইসলাম হারুনকে হালুয়াঘাট থানায় এবং ময়মনসিংহ লাইন এর মো. দিদারুল ইসলামকে গৌরীপুর থানার ওসি করা হয়েছে।
এর আগে গত ৪ এবং ৫ মে পুলিশ হেডকোয়ার্টারের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে ময়মনসিংহ জেলার ৬ ওসিকে একযোগে বদলী করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার