Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে যে কারণে গ্রেফতার জয়, যা পাওয়া গেল

admin

প্রকাশ: ১৯ মে ২০২৫ | ০৫:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১৯ মে ২০২৫ | ০৫:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যে কারণে গ্রেফতার জয়, যা পাওয়া গেল

স্টাফ রিপোর্টার:
সিলেটৈ নাহিদ আহম্মদ জয় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালী থানার বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ। তিনি একজন মাদক ব্যবসায়ী। সোমবার ( ১৯ মে) ভোর সোয়া ৫টার দিকে সিলেট মহানগরীর বন্দরবাজারস্থ প্রধান ডাকঘরের সামনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জয় নগরীর পশ্চিম ভাতালিয়া এলাকার মৃত শিরু মিয়া ও নাজমা বেগমের ছেলে। গ্রেফতারের সময় তার হেফাজতে ৪৫ পিস ইয়াবা পাওয়া যায়।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জয় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ৩৬, ১৯/০৫/২৫) দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন