
সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলা ও নিষিদ্ধ ছাত্রলীগকে সংগঠিত করে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা পৃথক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনুকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তিনি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা কমিটির একাংশের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ৩টার দিকে ছাতক পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ও সদর থানা এলাকায় দ্রুত বিচার ট্রাইবুনালে দায়ের করা পৃথক দুটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
তিনি আরও জানান, গত বছরের ২ নভেম্বর দোয়ারাবাজারে ছাত্রলীগকে সংগঠিত করে নাশকতার পরিকল্পনা করা হলে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। আনোয়ার ওই মামলার আসামি। এর আগে ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলায় ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক এই ইউপি চেয়ারম্যান।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার