
স্টাফ রিপোর্টার:
সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় ফের মোটর সাইকেল দূর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই সায়েম (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। নিহতের বাড়ি উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামে।
বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, দূর্ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার