Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৬ নারী ছিনতাইকারী সহ পুলিশের জালে ১৬ জন

admin

প্রকাশ: ২৬ মে ২০২৫ | ১১:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ মে ২০২৫ | ১১:৫৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
৬ নারী ছিনতাইকারী সহ পুলিশের জালে ১৬ জন

স্টাফ রিপোর্টার:
সাভারে পুলিশের বিশেষ অভিযানে ছয় নারী ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে ১৬ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। রোববার (২৫ মে) রাতে সাংবাদিকদের সাথে আলাপকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এ কথা জানান।

এসময় তিনি আরো বলেন, ‘আসন্ন কুরবানীর ঈদকে সামনে রেখে মলম পার্টি, ছিনতাইকারীসহ অন্য কোনো গ্রুপ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটাতে পারে সেই লক্ষে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছি। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় হাতে-নাতে ছয়জন নারীকে গ্রেফতার করা হয়।

শাহীনুর কবির জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ব্যাংক টাউন এলাকায় বাসে অভিযান পরিচালনা করে পাঁচজন পকেটমারকে আটক করে ১২টি মোবাইল উদ্ধার করা হয়। অপর ঘটনায় অটোরিকশা চোর চক্রের একজনকে গ্রেফতারের পাশাপাশি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। চোরাই গাড়িসহ চোর এবং বৈষম্যবিরোধী তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সকলের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে বলে জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন