Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ৬ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বাস চাপায় প্রাণ গেলো এক জনের

admin

প্রকাশ: ৩১ মে ২০২৫ | ০১:২০ অপরাহ্ণ | আপডেট: ৩১ মে ২০২৫ | ০১:২০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বাস চাপায় প্রাণ গেলো এক জনের

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমায় বাস চাপায় এক জনের মৃত্যু হয়েছে। নিহত মুহিবুল ইসলাম (৬০) দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি জানান, মুহিবুল ইসলাম রাস্তা পার হওয়ার সময় সিলেট-শেরপুর রুটের একটি মিনিবাস তাকে চাপা দিলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তিনি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন