Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে সড়কে প্রাণ গেলো অজ্ঞাতনামা নারীর

admin

প্রকাশ: ৩১ মে ২০২৫ | ০১:৩০ অপরাহ্ণ | আপডেট: ৩১ মে ২০২৫ | ০১:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
শান্তিগঞ্জে সড়কে প্রাণ গেলো অজ্ঞাতনামা নারীর

শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) রাত ৮ টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাঘেরকোনা নবীনগর রাস্তার মুখে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ তবে নিহত ওই নারীর কোন পরিচয় পাওয়া না গেলেও তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাত ৮ টার দিকে পাগলা বাঘেরকোনা এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার ওই মানসিক ভারসাম্যহীন পথচারী নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল করে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন