Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে ফোনে কথা বলছিলেন যুবক, অতঃপর ট্রেনে কাটা

admin

প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ০৫:৪০ অপরাহ্ণ | আপডেট: ১৪ জুন ২০২৫ | ০৫:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে ফোনে কথা বলছিলেন যুবক, অতঃপর ট্রেনে কাটা

হবিগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুরে ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেছে অজ্ঞাতনামা এক যুবকের। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস নামে ট্রেনটি তেলিয়াপাড়া রেলস্টেশনটি অতিক্রম করার সময় ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা ওই যুবক। এসময় ট্রেনের নিচে পড়ে তার দেহ চিহ্নভিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এছাড়াও তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন