Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৩ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

admin

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ১২:০৮ অপরাহ্ণ | আপডেট: ২৫ জুন ২০২৫ | ১২:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
কলম্বো টেস্টেও টস জিতেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ঠিক একই ঘটনা ঘটেছে কলম্বোতেও।

বাংলাদেশের দলে দুইটি পরিবর্তন এসেছে। জাকের আলির জায়গায় দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। আর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ। তার জায়গায় দলে জায়গা হয়েছে এবাদত হোসেনের।

বাংলাদেশের একাদশে জায়গা পেয়েই একটি মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। বাংলাদেশের দশম খেলোয়াড় হিসেবে টেস্টে ৫০তম ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন তিনি। ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল লিটনের।

এদিকে কলম্বো টেস্টে অভিষেক হচ্ছে শ্রীলঙ্কান অলরাউন্ডার সোনাল দিনুশার। কুশল মেন্ডিসের কাছ থেকে টেস্ট ক্যাপ নিয়েছেন তিনি। ২৪ বছর বয়সি এই অলরাউন্ডার ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন। তবে খেলার সুযোগ হয়নি।

শ্রীলঙ্কা একাদশ
পথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সোনাল দিনুশা, থারিন্দু রথনায়েকে, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দ ফার্নান্দ এবং অসিথা ফার্নান্দো।

বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা এবং এবাদত হোসেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন