Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জকিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

admin

প্রকাশ: ২৮ জুন ২০২৫ | ০৭:৩০ অপরাহ্ণ | আপডেট: ২৮ জুন ২০২৫ | ০৭:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জের আমলশীদ গ্রামের ব্যবসায়ী গোবিন্দ পালের বাড়িতে লোকজনকে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন) রাতে এই ঘটনা ঘটে।
শনিবার (২৮ জুন) সকালের দিকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, গোয়েন্দা পুলিশের একটি দল ও জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গোবিন্দ পালের পরিবারের সদস্যরা জানান, রাত আড়াইটার দিকে ১০-১২ জনের সঙ্ঘবদ্ধ ডাকাতদল ঘরে ঢুকে লোকজনের হাত-পা বেঁধে বসতঘরের জিনিসপত্র তছনছ করে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আমলশীদ এলাকার বাসিন্দা ও মানব কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক সাদিক সিদ্দিকী জানান, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও আমলসীদ বাজারে লুটপাটের ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনায় আমলশীদ গ্রামবাসী আতঙ্কিত। ঘটনায় জড়িতদের দ্রুত সনাক্ত করে গ্রেফতারের দাবি জানান তিনি।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদেরকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন