Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে চলন্ত বাস থামিয়ে বিল্লাল ও রতনকে ধরলো পুলিশ

admin

প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: ০১ জুলাই ২০২৫ | ১২:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে চলন্ত বাস থামিয়ে বিল্লাল ও রতনকে ধরলো পুলিশ

স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্টোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে একশ’ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৯ জুন) সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুরস্থ থানা ভবনের মেইন গেইটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার মাছিমপুর (খালপাড়া বাড়ী) এলাকার মৃত মশিউর হোসেনের ছেলে বিল্লাল (২৮) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হাড়িদিয়া (মাঝিবাড়ী) এলাকার মো: হোসেনের ছেলে রতন মিয়া (৪৮)।

জানা যায়, রবিবার (২৯ জুন) সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুরস্থ থানা ভবনের মেইন গেইটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন গাড়িতে তল্লাসী চলাকালীন ঢাকাগামী গ্রীণ লাইন পরিবহন বাসে তল্লাসী করা হয়। এই সময় বাসে থাকা দুই জনকে গ্রেফতার করা হলে তাদের কাছে তল্লাসী করে ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলা নং-১৪।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুরস্থ থানা ভবনের প্রধান ফটকের সামনে বাসে অভিযান চালিয়ে ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা দায়ের করা হয়। মামলা নং-১৪, তাং-৩০/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ১৪(গ) রুজু হয় । আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন