Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে রেফ্রিজারেটর ভ্যান থেকে যা পেল পুলিশ, আটক ২

admin

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫ | ০৪:৫১ অপরাহ্ণ | আপডেট: ০৯ জুলাই ২০২৫ | ০৪:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে রেফ্রিজারেটর ভ্যান থেকে যা পেল পুলিশ, আটক ২

স্টাফ রিপোর্টার:
সিলেট সীমান্তে যেন থামছেই না চোরাই পণ্যের চোরাচালান। দিনের পর দিন চোরাচালান বেপোরোয়া হয়ে উঠেছে। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাকারের সাথে জড়িত দুই জনকে আটক করা হয়।
বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হলেন— সুনামগঞ্জ জেলার গোলাম কিবরিয়া ওরফে সুলতান (২০) এবং কক্সবাজার জেলার মো. মনির হোসাইন (৩৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার (৮ জুলাই) সকালে সরকারবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় একটি রেফ্রিজারেটর ভ্যানকে থামার জন্য সিগন্যাল দিলে চালক সিগনাল না মেনে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে সাধুহাটি এলাকায় গাড়িটি আটক করা হয়। এরপর গাড়ি তল্লাশি করে মোট ১৬ হাজার ১শ’ ৬৪ পিস ফেসক্রিম এবং ১শ’ ৯২ পিস ফেসওয়াশ জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৪৯ লাখ ৭৭ হাজার ৩৩৬ টাকা। এছাড়া রেফ্রিজারেটর ভ্যানটিও জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই পণ্যগুলো সিলেট সীমান্ত থেকে সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে স্বীকার করে। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন