Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এবার কঠিন লড়াইয়ে বাংলাদেশ-সিশেলস

admin

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩ | ১২:০৯ অপরাহ্ণ | আপডেট: ২৮ মার্চ ২০২৩ | ১২:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
এবার কঠিন লড়াইয়ে বাংলাদেশ-সিশেলস

স্পোর্টস রিপোর্টার:
সিলেটে সিশেলসের বিপক্ষে প্রথম জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। আজ জিতলে সিরিজ বাংলাদেশের। সিলেটে স্টেডিয়ামে আজ বিকাল পৌনে ৪টায় বাংলাদেশ-সিশেলস শেষ ম্যাচ।

সিরিজ জয়ের কথা বললেও বাংলাদেশের সামনে সাফ। ভারতে অনুষ্ঠিতব্য সাফে কীভাবে ভালো করবে বাংলাদেশ সেই লক্ষ্য। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা বললেন,‘আজকে সিশেলসকে হারিয়ে ট্রফিটা জিততে পারলে এটা দারুণ একটা ব্যাপার হবে। তবে আমরা সেভাবে চিন্তা করছি না। কারণ আমাদের লক্ষ্য সাফের জন্য প্রস্তুতি নেওয়া। সাফ হচ্ছে চূড়ান্ত লক্ষ্য। সেখানে আমরা এবার বড় লক্ষ্যই নির্ধারণ করেছি। সেটি এখনো পুরো হয়নি, এটা সবাই জানে।’ সিলেশসের বিপক্ষে আজকের ম্যাচ নিয়ে কোচ হ্যাভিয়ের মনে করছেন আজকেরা ম্যাচটি নাকি আরো কঠিন হবে। কাবরেরা বললেন,‘আজকের ম্যাচটা কঠিন হবে। যেমনটা গত ম্যাচেও হয়েছিল। চাপ যেমনই হোক আমরা তা সামাল দিতে প্রস্তুত।’

প্রথম ম্যাচে গোল করেছিলেন ডিফেন্ডার কাজী তারিক। আক্রমণভাগের ফুটবলাররা সুযোগ কাজে লাগাতে পারেননি। বিশেষ করে নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলে সিশেলসের গোলকিপারকে একা পেয়ে বাইরে মেরেছিলেন। রক্ষণভাগের ফুটবলারের গোল জিততে হয়েছে , ১-০ তে। কাবরেরা বলেন,‘মাঠে নেমে কে গোল করল সেটা বড় ব্যাপার নয়। গোল পাওয়া এবং ম্যাচ জেতাটাই বড় কথা। যে কারো কাছ থেকে গোল আসতে পারে। ফরোয়ার্ড, মিডফিল্ডার এমনকি গত ম্যাচের মতো একজন ডিফেন্ডারও গোল করতে পারে। দিন শেষে দেখবেন আপনি জিতেছেন কিনা। ফুটবলারদের খেলায় আমি সন্তুষ্ট। আমরা যে ফুটবল দর্শন নিয়ে খেলতে চাচ্ছি তার সঙ্গে মানিয়ে নিতে সময়ের প্রয়োজন। ধীরে ধীরে সবাই উন্নতি করছে। তারা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করবে। আমরা নিজেদের খেলাটাই খেলব। সুযোগ তৈরি করতে চাই। প্রতিপক্ষকে বেশি সুযোগ দিতে চাই না।’এলিটা কিংসলে একাদশে থাকবেন কিনা এমন প্রশ্নে কাবরেরা বলেন,‘অনুশীলনের (গতকাল বিকালে) পরই একাদশ চূড়ান্ত করব।’

সিলেটে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া আজকের ম্যাচ নিয়ে কড়া বার্তা দিয়ে বললেন, ‘আমরা ফাইনাল খেলতে নামব। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা জিততে চাই।’

প্রথম ম্যাচের চেয়ে আজকের ম্যাচটা কেমন হবে ? জামাল বললেন,‘আরো চ্যালেঞ্জিং হবে। সিশেলস প্রথম ম্যাচ হেরেছে। তাই ওরা আজ জিততে চাইবে। সিশেলস আজ আরো আক্রমণাত্মক ফুটবল খেলবে। আর আমাদেরকেও নিজেদের সেরাটা দিতে হবে।

সিশেলস কোচ ভিভিয়ান বোথ খুবই শক্ত অবস্থানে। প্রথম ম্যাচ হেরে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবেন জানিয়ে দিলেন সংবাদ সম্মেলনে। বোথ বললেন,‘আমাদেরকে অবশ্যই জিততে হবে। গত ম্যাচে ১-০ গোলে হারের পর আমাদের এই ম্যাচে জয়ের বিকল্প নেই। আমরা এখনো সিরিজটা জয়ের ব্যাপারে আশাবাদী।’

কীভাবে সিরিজ জিতবে সিশেলস ? সেই ফর্মুলাটা শোনালেন দলের খেলোয়াড় স্টেনিও। তিনি বলেন,‘আমাদেরকে জিততে হবে। প্রথমে গোল করতে হবে। এরপর আরো একটা গোল করতে হবে। এরপর নিজেদের গোলবার অক্ষত রাখতে হবে। গত ম্যাচে সেকেন্ড হাফে ভালো খেলেছি। সেটাই খেলতে চাই। জিততে চাই। বাংলাদেশ নিজেদের মাটিতে খেলবে। গত ম্যাচে তারা প্রথমার্ধে গোল করেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। এবার আমাদের পালা। কাল আমরা প্রথমার্ধে গোল পেতে চেষ্টা করব। সেকেন্ড হাফেও তা ধরে রাখতে চেষ্টা করব। ডিফেন্সে আমরা ভালো। আক্রমণে আমরা বাংলাদেশের চেয়ে ভালো।’

সিশেলসের চোখে বাংলাদেশের কিছু ভালো দিক আছে। তেমনি কিছু দুর্বলতাও দেখেছেন তারা। জানিয়েছেন সবকিছু নিয়েই তারা কাজ করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন