Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে পুকুরে কাইয়ুম ও হাওরে আসাদের লাশ

admin

প্রকাশ: ১০ জুলাই ২০২৫ | ০৬:০৪ অপরাহ্ণ | আপডেট: ১০ জুলাই ২০২৫ | ০৬:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে পুকুরে কাইয়ুম ও হাওরে আসাদের লাশ

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুটি স্থানে পুকুর ও হাওর থেকে দুই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত দুইজনের একজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দিরাই পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ডা. রাসেন্দ্র কুমার তালুকদারের পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত ব্যক্তি উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মৃত কছির আলীর ছেলে কাইয়ুম (৪০)। স্থানীয় বাসিন্দা শাহিন মিয়া জানান, কাইয়ুম মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি গত দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। এর আগে মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন বন হাওর থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি ভাটিপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের মজিদ উল্লাহর ছেলে আসাদ উল্লাহ (৬০)। স্থানীয়রা জানান, ভাসমান লাশটি দেখে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দুটি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন