
স্টাফ রিপোর্টার:
সিলেটে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম নাজমুল (৩০)। সে জালালাবাদ থানার সাহেবেরগাঁও গ্রামের মইন উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে জালালাবাদ থানার পূর্ব জাঙ্গাইল এলাকায় অভিযান চালানো হয়। এসময় স্থানীয় একটি মুদির দোকানের সামনে থেকে নাজমুলকে আটক করে তার দেহ তল্লাসী করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নাজমুল ২টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার