Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ ইনুর, যা বললেন চিফ প্রসিকিউটর

admin

প্রকাশ: ২০ জুলাই ২০২৫ | ০৫:২১ অপরাহ্ণ | আপডেট: ২০ জুলাই ২০২৫ | ০৫:২১ অপরাহ্ণ

ফলো করুন-
কারাগারে কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ ইনুর, যা বললেন চিফ প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার:
জুলাই-আগস্টে হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ করেছেন যে, ‘অসৎ উদ্দেশ্যে’ কারাগারের ভেতর তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। রোববার (২০ জুলাই) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগটি করেন ইনু।

এদিন সকালে ইনুসহ মামলার আসামিদের ট্রাইব্যুনালে আসামিদের ডকে হাজির করা হয়। তখন অভিযোগ তুলে ট্রাইব্যুনালকে ইনু বলেন, ‘অসৎ উদ্দেশ্যে আদালতের আদেশ ছাড়াই গোয়েন্দারা কারাগারে গিয়ে আমার ভয়েস (কণ্ঠস্বর) পরীক্ষা করেছেন। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।’

এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, ‘তদন্তের প্রয়োজনে তদন্ত সংস্থার কর্মকর্তারা যেকোনো আসামির কণ্ঠ পরীক্ষা করতে পারেন, জিজ্ঞাসাবাদ করতে পারেন।’

একপর্যায়ে তাজুল ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনালের আদেশ নিয়েই তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে।’ এ সময় ইনু বলেন, ‘কণ্ঠ পরীক্ষা করার সময় আমাকে ট্রাইব্যুনালের আদেশ দেখানো হয়নি।’

তখন চিফ প্রসিকিউটর বলেন, ‘আসামি নিজে কেন বার বার কথা বলে বিচার কাজে বিঘ্ন ঘটাচ্ছেন? তিনি তো আইনজীবীর মাধ্যমে তার কথা আদালতে বলতে পারেন।’ এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থে আমরা আসামির, প্রয়োজনে আসামিদের আত্মীয়-স্বজনেরও কথা শুনব।’

পরে জুলাই-আগস্টে হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় সাবেক আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী ১৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এদিন প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় কক্সবাজারের বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে। তাকে আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তাকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন বিশেষ আদালত।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন