
স্টাফ রিপোর্টার:
রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৫২০ নম্বর কক্ষের মেঝেতে পড়ে কাঁদছিলেন ফাহাদ নিয়ন। ফাহাদ তার চতুর্থ শ্রেণি পড়ুয়া ভাগনি মেহরিনের পোড়া কাপড় ধরে কাঁদছিলেন। ফাহাদ বলেন, ‘ও খুব নিষ্পাপ। ওর দুই হাত ও মুখ পুড়ে গেছে। এটা ওর ড্রেস। ও খুব নিষ্পাপ ভাই। ও সারা দিন পড়াশোনা করে।’
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মেহরিন দগ্ধ হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার কিছু আগে বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এই স্কুলের শিক্ষার্থী মেহরিন।
মেহরিনের বাসা উত্তরার দিয়াবাড়ি এলাকায়। ফাহাদ বলেন, ‘ওর ক্লাসরুমের ওখানে বিমান পড়েছে। আগুনের খবর পেয়ে সেখানে গিয়ে ২-৩ ঘণ্টা খুঁজেছি, পাইনি। পরে ওর শিক্ষক ফোন করে বলেন, মেহরিন বার্ন ইউনিটে। পরে এখানে আসি। দেখি, ওর দুই হাত পুড়ে গেছে। মুখ পুড়ে গেছে।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার