Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে সীমান্তে ৫ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

admin

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫ | ০২:৫২ অপরাহ্ণ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ | ০২:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সীমান্তে ৫ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি টাকার চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) এবং গতকাল বুধবার (২৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ বাংলাবাজার, সংগ্রাম, উৎমা এবং মিনাটিলা বিওপি’র সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ও ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো ও চিনি। এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক জানিয়েছেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!