Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে মাইশা হত্যা মামলা, র‌্যাবের খাঁচায় কে এই সোহাগ?

admin

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫ | ০৬:০৭ অপরাহ্ণ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ | ০৬:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে মাইশা হত্যা মামলা, র‌্যাবের খাঁচায় কে এই সোহাগ?

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জে নিখোঁজ এক অন্তঃস্বত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ( ২৮ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

এর আগে, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যার দিকে র‌্যাব-৯ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।তার নাম মো. সোহাগ মিয়া ওরফে রমজান (২৭)। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার কলেজপাড়া এলাকার মৃত আব্দুল হাসেমের ছেলে।

জানা যায়, মাধবপুর উপজেলার হাড়িয়া এলাকার মো. বিল্লাল মিয়ার মেয়ে মোছা. মাইশা আক্তারের (১৬) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সোহাগ মিয়ার। এরপর মাইশা ও সোহাগ বাড়ি থেকে পালিয়ে আদালতের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পরপরই প্রেমিক সোহাগ ও তার পরিবারের সদস্যরা মাইশাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন।
গত ১৮ জুলাই সোহাগ নিজের মোবাইল থেকে কল দিয়ে মাইশার বোনকে জানান যে, সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। মাইশার বাবা ও পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পান নি।

গত ২২ জুলাই মাইশার বাবা বিল্লাল স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে কলেজপাড়া এলাকার একটি ডোবার নিচে এক মহিলার লাশ ভাসছে। তিনি ঘটনাস্থলে গিয়ে লাশটি নিজের মেয়ের বলে সনাক্ত করেন।

এসময় মাইশা ৬ মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন। উদ্ধারের সময় লাশটি আংশিক পঁচা ছিল। পরে বিল্লাল মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা (৪৫/৩০৯/২৪ জুলাই ২০২৫) দায়ের করেন।

এরপর র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল ঢাকা পাম্পের সামনে অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মঙ্গলবার তাকে আদালতের সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন