Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার বেশি ভারতীয় পণ্য

admin

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫ | ০২:৪১ অপরাহ্ণ | আপডেট: ৩১ জুলাই ২০২৫ | ০২:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার বেশি ভারতীয় পণ্য

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে কোটি টাকার বেশি চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)জেলার সীমান্তবর্তী এলাকা—সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল এবং দমদমিয়া বিওপি’র আওতাধীন অঞ্চলজুড়ে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

অভিযানে আটককৃত পণ্যের মধ্যে রয়েছে—সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ী, বাসমতি চাল, সুপারী, জিরা, সাবান, আদা, কিসমিস, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াশ, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফ্ট ক্রিম, চা-পাতা ও নাইসিল পাউডার। সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য দাঁড়ায় ১,২০,৩৩,১৫০ টাকা (এক কোটি বিশ লক্ষ তেত্রিশ হাজার একশত পঞ্চাশ টাকা)।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
আটককৃত সকল চোরাচালানী পণ্যের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন