Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৩ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের গোলাপগঞ্জে বন্ধুর হাতে যুবদল কর্মী খুন

admin

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০৩:১৮ অপরাহ্ণ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ | ০৩:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের গোলাপগঞ্জে বন্ধুর হাতে যুবদল কর্মী খুন

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জে বন্ধুর হাতে খুন হলেন যুবদল কর্মী রনি হোসেন (৩০)। তাকে ছুরকিাঘাত করে খুনের ঘটনা ঘটেছে । গতকাল শনিবার রাত ১২ টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার পর স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রনি ও হামলাকারী রাজু নামের একজন পরস্পর বন্ধু ছিলেন। দুজনেই যুবদলের রাজনীতির সাথে জড়িত। তবে তাদের কোন পদ পদবী জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিলো। যার সূত্র ধরেই এক বন্ধু আরেক বন্ধুকে খুন করেছে বলে জানতে পেরেছি।

তিনি আরো জানান, তারা দুজনেই যুবদলের সমর্থক।

তবে ঘটনার ১২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওসি বলেন, হামলাকারীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

আরেকটি সূত্র মতে এ ঘটনায় অভিযুক্ত শেখ রাজু ছাত্রদল কর্মী ছিলেন। এলাকাবাসীর বলছে, নারী ঘটিত বিষয় নিয়ে এই হত্যাকান্ড ঘটেছে। রাজুর বিরুদ্ধে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেওয়ায় রনিকে ছুরিকাঘাত করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন