Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৩ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে র‌্যাবকে দেখে পালাতে গিয়ে ধরা : মিললো ৩৮ লাখ টাকার ইয়াবা

admin

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০৩:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ | ০৩:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে র‌্যাবকে দেখে পালাতে গিয়ে ধরা : মিললো ৩৮ লাখ টাকার ইয়াবা

স্টাফ রিপোর্টার:
সিলেটে র‌্যাবের অভিযানে ইয়াবার বড় একটি চালান জব্দ করা হয়েছে। সাড়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে করেছে র‌্যাব-৯ সদস্যরা। গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেন (৪০) বিয়ানীবাজার উপজেলার পইলগ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।

র‌্যাব জানায়, গতকাল শনিবার রাতে গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় বিভিন্ন যানবাহনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। রাত ৯টার দিকে সিলেটগামী একটি নীল রংয়ের পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপটিকে ঘটনাস্থলে থামিয়ে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে।

কিন্তু র‌্যাব তাকে আটক করে পালানোর কারন জানতে চাইলে তিনি কোন জবাব দিতে পারেননি। এতে সন্দেহ হলে ওই গাড়িতে তল্লাসী চালানো হয়। এসম গাড়ির ড্রাইভিং সিটের পাশে একটি নীল রংয়ের পলিথিনের ভিতর রক্ষিত অবস্থায় ৭৮ টি কালো রংয়ের বায়ুরোধক পলিজিপারযুক্ত প্যাকেট থেকে ১৫ হাজার ৫শ ৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩৮ লাখ ৮৫ হাজার টাকা।

র‌্যাব-৯ মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন