Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সব কিছুর জন্য শুকুর: প্রভা

admin

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩ | ০১:০৩ অপরাহ্ণ | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ | ০১:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
সব কিছুর জন্য শুকুর: প্রভা

বিনোদন ডেস্ক :
প্রায় একযুগ আগে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর নিজেকে লুকিয়ে রেখেছিলেন। সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। গত মাসে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই মুখ খুলেন। জানান সেই ঘটনা।

এরই মধ্যে কদিন আগে সেই ভিডিওর ঘটনায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক আইনজীবী। নোটিশে ওই আইনজীবী উল্লেখ করেন, যে ‘স্ক্যান্ডাল’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, সে বিষয়ে যদি জনসমক্ষে ক্ষমা না চান, তা হলে প্রভার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে এত কিছুর মধ্যে নিজের জন্য শুকরিয়া আদায় করলেন অভিনেত্রী। এর কারণ বৃহস্পতিবার ছিল তার জন্মদিন।

এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর পোস্ট করা একটি ছবিতেই স্পষ্ট দিনটি বন্ধু-স্বজন ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা আর ভালোবাসায় কেটেছে তার। তাই তো শুকরিয়া আদায় করতে ভোলেননি।

ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে প্রভা লেখেন, ‘সব কিছুর জন্য শুকুর আলহামদুলিল্লাহ।’

প্রভার এই পোস্টেও জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়েছেন ভক্ত-অনুরাগীরা।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন