
নিউজ ডেস্ক:
সিলেট-২ আসন এম ইলিয়াস আলীর ঘাটি। এ আসনে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকেই বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে দেয়ার দাবি তুলেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার বিএনপির নেতারা।
শনিবার (৯ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ও বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল শেষে সভায় এমন দাবি তুলেন তারা। এসময় তারা ইলিয়াস আলীর এ আসনে তৃণমূলের নেতাকর্মিরা অন্য কাউকে প্রার্থী হিসেবে মানবে না বলে হুশিয়ারি দেন।
মিছিলটি পৌর শহরের রামসুন্দর সরকারী হাইস্কুল মাঠ থেকে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে প্রবাসী চত্বরে এক সভায় মিলিত হয়। এসময় হাজার হাজার নেতাকর্মি ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই স্লোগানে মুখরিত করে তুলে।
সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী নিখোঁজ হলে লাখো ইলিয়াসভক্ত এখনো ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আশায় বুক বেঁধে রয়েছেন। ইলিয়াস আলীকে ছাড়া বিশ্বনাথে বিএনপির রাজনীতি বেমানান। তারা বলেন, সম্প্রতি সিলেট-২ আসনে আওয়ামী লীগের কথিত দালালরা এখন ইলিয়াস আলীকে বাদ দিয়ে বিএনপির নাম ধরে রাজনীতি করার অপচেষ্ঠা চালাচ্ছে। এমন দুঃসাহস ইলিয়াসপ্রেমীরা মেনে নেবে না। ইলিয়াস পরিবারসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে বিশ্বনাথবাসী।
বক্তারা আরও বলেন, ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বে দুই উপজেলায় বিএনপির নেতাকর্মিরা ঐক্যবদ্ধ রয়েছেন। আগামী নির্বাচনে সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকে বিপুল ভোটে নির্বাচিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহবান জানান তারা।
এরআগে উপজেলা ও পৌরসভাসহ প্রতিটি ইউিনিয়ন থেকে ব্যানার ফেস্টুনসহ মিছিল নিয়ে রামসুন্দর স্কুল মাঠে মিলিত হয়। এছাড়া ছাত্রদল যুবদলের বেশ কয়েকটি মোটর শোভাযাত্রাও মিছিলে অংশ নেয়। নেতাকর্মিদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে পুরো শহর।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক,জননেতা এম ইলিয়াস আলী সাহেবের একান্ত সচিব মোহাম্মদ মইনুল হক, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া,যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার