
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ৯ ঘন্টা পর পুকুরে মিলেছে ৮ বছর বয়সি শিশু তামিমের মরদেহ। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাতাপুর মহল্লার মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তামিম উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের মাতাপুর মহল্লার মামুন মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়- রবিবার দুপুরে প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া শেষে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করতে যায় তামিম। এদিকে তার পিতা মামুন মিয়া তার মিশুক গাড়ি নিয়ে চলে যায় অন্যত্র। মা আকিরুন বেগমও প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হন। এরই মধ্যে সন্ধ্যায় তারা বাড়ি ফিরে তামিমকে দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। এরই মধ্যে তার সন্ধান চেয়ে এলাকায় করা হয় মাইকিং। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে মাতাপুর মহল্লার মসজিদের পুকুরে তার মরদেহ ভেসে উঠে।
পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে। তবে শিশু তামিম পানিতে ডুবে মারা গেছে নাকি এর পেছনে অন্যকোন কারণ রয়েছে তা জানা যায়নি।
এ বিষয়ে বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তাফা জানান, বিষয়টি আমাদেরকে কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে দেখছি। পরবর্তীতে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার