Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে শাসন করায় মাদ্রাসা শিক্ষক চাচাকে খু ন করলো ভাতিজা

admin

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ | ০১:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ | ০১:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে শাসন করায় মাদ্রাসা শিক্ষক চাচাকে খু ন করলো ভাতিজা

স্টাফ রিপোর্টার:
সিলেটে ভাতিজার ছুরিকঘাতে খুন হলেন এক মাদ্রাসা শিক্ষক। বাজে ছেলেদের সাথে চলতে নিষেধ ও শাসন করার জের ধরে তুচ্ছ বিষয় নিয়ে ছুরিকাঘাত করা তাকে। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে আখালিয়া বড়গুল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মাওলানা যুবায়ের আহমদ (৪৫)। তিনি আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরছিল আলীর ছেলে এবং স্থানীয় ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার। আর তার ঘাতক নয়ন নিহতের সম্পর্কে ভাতিজা এবং একই এলাকার বাসিন্দা।

জানা যায়, মাওলানা যুবায়ের ভাতিজা নয়নকে অভিভাবক হিসেবে শাসন করতেন। তাকে বাজে ছেলেদের সাথে চলাফেরা করতে নিষেধ করতেন। এ নিয়ে নয়নের সাথে মাঝেমধ্যে তার কথা কাটাকাটি হতো। আজ সকালে যুবায়ের মাদ্রাসায় যাওয়ার সময় নয়নও পাশ দিয়ে যচ্ছিলো। এসময় রাস্তায় জমে থাকা পানি যুবায়ের আহমদের গায়ে ছিটকে পড়লে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে নয়ন অতর্কিতে চাকু দিয়ে তার উপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজ যুবায়েরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, আসামীকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন