Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৮ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে জুলাইয়ের শ্রেষ্ট ওসি বিয়ানীবাজারের আশরাফ উজ্জামান

admin

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ | ০৭:৪৬ অপরাহ্ণ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ | ০৭:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে জুলাইয়ের শ্রেষ্ট ওসি বিয়ানীবাজারের আশরাফ উজ্জামান

স্টাফ রিপোর্টার:
মাসিক পারফরম্যান্স বিবেচনায় গত জুলাই মাসে সিলেট জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) মনোনীত হয়েছেন বিয়ানীবাজার থানার আশরাফ উজ্জামান। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে এ সংক্রান্ত সনদ তুলে দেন পুলিশ সুপার মাহবুবুর রহমান।

ওসি আশরাফ উজ্জামান এজন্য বিয়ানীবাজার থানা পুলিশের সকল সদস্য এবং উর্দ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিসেবে আশরাফ উজ্জামান যোগদানের পর স্থানীয় আইনশৃংখলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে।

বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা কিংবা আলোচিত মব’ও এ থানা এলাকায় ঘটেনি।

স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি সেবা গ্রহীতারা থানা পুলিশের উপর সন্তুষ্ট।
গত ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি বিয়ানীবাজার থানায় যোগদান করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন