Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৯ জন

admin

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ | ০৫:৪৭ অপরাহ্ণ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ | ০৫:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৯ জন

গোলাপগঞ্জ সংবাদদাতা :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির ঘরানার দৌড়ে রয়েছেন হেভিওয়েটসহ ৯ জন সম্ভ্যাব্য প্রার্থী। তাদের মধ্যে ইতোমধ্যে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎও করেছেন অনেকেই। বাকিরা দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের কাছে জোর তদবির চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত এই দুই উপজেলায়কে পাবেন ধানের শীষ প্রতীক এমন আলোচনা-সমালোচনার শেষ নেই। এদিকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিশের প্রার্থীরাও রয়েছেন নির্বাচনী মাঠে।

খোজ নিয়ে জানা যায়, বর্তমানে গোলাপগঞ্জ- বিয়ানীবাজার আসনে নির্বাচনী মাঠে রয়েছেন জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মো. এনামুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, টাওয়ার হেমলেটের সাবেক কাউন্সিলর আ.ম. অহিদ আহমদ, সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেন লেছু মিয়ার মেয়ে ব্যবসায়ী সামিরা হোসেন, বিএনপি নেতা তামিম ইয়াহইয়া, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের মেয়ে ছাবিয়া খান পপি।

বর্তমানে দলের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা কেন্দ্রীয় নেতাদের কাছে তদবির চালিয়ে যাচ্ছেন। গত ১৭ জুলাই লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেন লেছু মিয়ার মেয়ে ব্যবসায়ী সামিরা হোসেন। এসময় গোলাপগঞ্জ-বিয়ানীবাজার মানুষের কল্যাণে তাকে কাজ করার আহ্বান জানান। তাছাড়া আ.ম. অহিদ আহমদসহ আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। বর্তমানে তারা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে মত বিনিময় সভা, উঠোন বৈঠক করছেন। উপজেলাজুড়ে টানানো আছে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। তবে শেষপর্যন্ত কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন? এ নিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারজুড়ে চলরেছ ব্যাপক আলোচনা-সমালোচনা।

এছাড়াও এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, ইসলামী ঐক্যজোটের মাওলানা রফিকুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের হাফেজ মাওলানা মো. ফখরুল ইসলাম, খেলাফত মজলিসের মাওলানা সাদিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আজমল হোসেন নিজ নিজ দলের প্রার্থী হিসেবে কাজ করছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন