Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের জালে ৪ জুয়াড়ি, তারা কারা?

admin

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ | ০৪:৪৪ অপরাহ্ণ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ | ০৪:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশের জালে ৪ জুয়াড়ি, তারা কারা?

স্টাফ রিপোর্টার:
সিলেটে পুলিশের জালে ধরা পড়েছে ৪ জুয়াড়ি। বৃহস্পতিবার (২১ আগস্ট) সিলেট মহানগর পুলিশের এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।

তারা জানায়, বুধবার সন্ধ্যায় কোতোয়ালী থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করে।

তারা হলেন, হবিগঞ্জের বানিয়াচং থানার কুশিয়া খাগাউড়া গ্রামের ফজল মিয়ার ছেলে এমদাদ মিয়া (২৩)। বর্তামনে তিনি পাঠানটুলার শ্রাবণী আবাসিক এলাকার বাসিন্দা, জালালাবাদ থানার আখালিয়া নোয়াপাড়ার কোরবান আলীর ছেলে রাব্বি আহমদ (২০), শাহপুর তালুকদার পাড়ার বাতির আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫২), বিয়ানীবাজারের টিকরপাড়া বাহাদুরপুর গ্রামের আলম মিয়ার ছেলে বর্তমানে নগরীর পাঠানটুলা শ্রাবণী আবাসিক এলাকার কামরান আহমদ (২৩)।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ননএফআইআর মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন