
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর বিএনপি এবং এর আওতাধীন সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করার একটি বিজ্ঞিপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি গুজব ও অপপ্রচার। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে ফসবুকে বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ে।
২২ আগষ্ট ২০২৫ তারিখ উল্লেখ করে এতে লেখা হয়েছে, ‘সিলেট মহানগর বিএনপি এবং মহানগর আওতাধীন সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।’
এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরও রয়েছে।
তবে বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী।
তিনি বলেন, ‘এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, এর কোনো ভিত্তি নেই। কে বা কারা, কোন উদ্দেশ্যে এসব করছে তা খতিয়ে দেখতে হবে।’
তিনি আরো বলেন, ‘ফেসবুকের এই সময়ে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (এআই) দ্বারা কতকিছু যে করা হচ্ছে তার কোন ইয়াত্তা নেই। আমাদের সবাইকে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার