Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ২৩শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৮ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে শিশুসহ দুইজন নিখোঁজ : উদ্ধার ৫

admin

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ | ০৩:৫৩ অপরাহ্ণ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ | ০৩:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে শিশুসহ দুইজন নিখোঁজ : উদ্ধার ৫

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে নৌক ডুবিতে শিশুসহ দুইজন নিখোঁজ হয়েছে। আজ শনিবার ( ২৩ আগস্ট ) দুপুর ১২টায় ধর্মপাশা উপজেলার দারাম হাওরে এই ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, ধর্মপাশা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা সামসুদ্দিন (৬০) এবং কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত বেগম (৭)।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, শনিবার সকালে ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া থেকে ছোট নৌকায় করে ৭ জন যাত্রীকে নিয়ে মহেশপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

মাঝপথে উপজেলার দারাম হাওরে পৌছালে প্রচণ্ড বাতাস শুরু হয়। এক পর্যায়ে ৭ যাত্রী নিয়েই নৌকাটি হাওরে ডুবে যায়।

এসময় স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৫ জনকে জীবিত উদ্ধার করা কলেও দুইজন নিখোঁজ হন।

নিখোঁজ ব্যক্তি উদ্ধারের অভিযানে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন