Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ২৫শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১০ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ডেঙ্গুর সেঞ্চুরি পার

admin

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | ০১:০৬ অপরাহ্ণ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ | ০১:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ডেঙ্গুর সেঞ্চুরি পার

স্টাফ রিপোর্টার:
সিলেটে প্রতিদিনই মিলছে ডেঙ্গু আক্রান্ত রোগী। স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী চলতি বছর নমুনা পরীক্ষায় সিলেটে ডেঙ্গু সনাক্ত হয়েছে ১০১ জনের। সোমবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নতুন আরও ১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। আর এই একজন নিয়ে সিলেটে সেঞ্চুরি পার করলো ডেঙ্গু।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, চলতি বছর সিলেট জেলায় ২৭ জন, সুনামগঞ্জে ১১ জন, মৌলভীবাজারে ১৭ জন ও হবিগঞ্জে ৪৬ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানান, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হবিগঞ্জ জেলায়। এদের বেশিরভাগই অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে এসেছেন। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন