Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কানাইঘাট সীমান্তে বিএসএফের ‍গুলিতে নিহত ১ : আহত ৪

admin

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ | ০৪:২২ অপরাহ্ণ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ | ০৪:২২ অপরাহ্ণ

ফলো করুন-
কানাইঘাট সীমান্তে বিএসএফের ‍গুলিতে নিহত ১ : আহত ৪

কানাইঘাট সংবাদদাতা:
সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে ১৩৩৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আজ শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ সীমান্তে পড়ে রয়েছে বলে জানা গেছে। নিহত যুবকের নাম আব্দুর রহমান (৪০)। তিনি কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় একটি সূত্রে জানা যায়, আব্দুর রহমানসহ কয়েকজন শুক্রবার বিকেলে চোরাচালানের মহিষ আনতে ডোনা সীমান্তের ওই এলাকায় যায়। এ সময় বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান।

ঘটনার প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তার লাশ এখনো সীমান্ত এলাকায় পড়ে আছে।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, বিএসএফের গুলিতে নিহত আব্দুর রহমানের লাশ হস্তান্তরের কার্যক্রম চলছে। বর্তমানে তার লাশ জিরো পয়েন্টে আছে বলে জানান ওসি।

অপরদিকে, স্থানীয় একটি সূত্র বলছে এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন, জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। আহতদের পুরো পরিচয় পাওয়া যায়নি। ১ নং পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম সংবাদকমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন